১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • ফিচার
  • কাশবনে জমে উঠেছে সেলফি উৎসব
  • কাশবনে জমে উঠেছে সেলফি উৎসব

    নিজস্ব প্রতিবেদক

    শরৎকাল মানেই কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য। সাদা ও তুলোর মতো ফুলগুলো বছরের এই সময় দেশের বিভিন্ন নদীর পাড়ে কিংবা মাঠের ধারে উঁকি দেয়। প্রকৃতিপ্রেমীরা প্রকৃতির এই রূপ উপভোগ করতে ছুটে যান সেসব স্থানে।

     

    তবে এখন শুধু প্রকৃতিপ্রেমীরা নন, সেলফিপ্রেমীরাই বেশি ঢুঁ মারছেন কাশবনে। সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিতে না পারলে যেন ঘুম হয় না অনেকেরই! বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে কাশফুল একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে পরিণত হয়েছে।

    কাশফুলের সৌন্দর্য এখন শুধু প্রকৃতির নয়, সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডও বটে। সেলফিপ্রেমীদের ভিড়ে কাশফুল এখন পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ। প্রকৃতি, প্রযুক্তি ও পর্যটন একসঙ্গে মিলে তৈরি করছে এক নতুন অভিজ্ঞতা। যা আমাদের সংস্কৃতি ও সৌন্দর্যকে ভিন্নভাবে উপস্থাপন করছে।

    শিক্ষার্থী ও ফটোগ্রাফি প্রেমী আতিকুল রহমান বলেন, ‘কাশফুলের সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। আমার কাছে কাশফুল হলো এক ধরনের প্রশান্তি। যখন শরতের মেঘলা আকাশ আর কাশফুলের ঢেউ মিলে যায়, তখন নিজেকে ধরে রাখতে পারি না।’

     

    একটা সেলফি তুলেই পোস্ট দিই। তবে শুধু নিজের জন্য নয়, বন্ধুদের সঙ্গেও এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার আনন্দ পাই। আমি মনে করি, কাশফুল শুধু প্রকৃতির অংশ নয়, এটি আমাদের অনুভূতির সঙ্গেও গভীরভাবে জড়িত।’

    প্রযুক্তি পেশাজীবী মো. মিরাজ বলেন, ‘আমি সবসময় প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরায় বন্দি করতে ভালোবাসি। তবে এখন মনে হয়, কাশফুলের আসল সৌন্দর্য যেন সেলফির মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। সবাই শুধু ছবি তুলছে আর পোস্ট করছে, প্রকৃতিকে উপভোগ করার সময়টা যেন কমে যাচ্ছে।’

     

    তবে এটাও সত্যি যে, সোশ্যাল মিডিয়ায় কাশফুলের সৌন্দর্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যা আগে হয়তো এতটা সহজ ছিল না। সেলফির মাধ্যমে কাশফুল এখন পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।’

    পর্যটন উদ্যোক্তা সোহেল হাফিজ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সেলফি ট্রেন্ড পর্যটন শিল্পের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। কাশফুল দেখতে অনেকেই এখন ঢাকার আশপাশের জায়গা যেমন- আশুলিয়া,

     

    আগে হয়তো এসব জায়গা এতটা পরিচিত ছিল না, তবে এখন সেলফি পোস্টের কারণে মানুষের আগ্রহ বেড়েছে জেলা ও উপজেলা গুলোর কাশফুল বনে। তাই পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা এই মৌসুমকে ঘিরে নতুনভাবে পরিকল্পনা করছে। কাশফুলের সঙ্গে সেলফির মাধ্যমে পর্যটন শিল্পে এক নতুন যুগের সূচনা হয়েছে।’

    কাশফুলের সঙ্গে সেলফি তোলা ও তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে, বিশেষ করে শরৎকালে। ট্রেন্ডটি বেশ কয়েকটি কারণে বিশেষভাবে নজর কেড়েছে সবার-

     

    আরও পড়ুন

    প্রবীণদের সাথে নয় কোন নির্যাতন দুর্ব্যবহার
    বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
    শাহরাস্তিতে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দ:) উদযাপিত
    চীন শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিবে বাংলাদেশকে
    ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৭৯৯৮১ জন
    বাড়ির সামনে নিজের নামে মসজিদ-ঈদগাহ করেছেন আবেদ আলী
    হাইমচরে স্মার্ট কার্ড পাবে ৭৫ হাজার ভোটার