১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জেলা সংবাদ >> ফিচার >> হাইমচর
  • হাইমচরে স্মার্ট কার্ড পাবে ৭৫ হাজার ভোটার
  • হাইমচরে স্মার্ট কার্ড পাবে ৭৫ হাজার ভোটার

    চাঁদপুর ট্রিবিউন

    বাংলাদেশ নির্বাচন কমিশন হাইমচর উপজেলায় ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

    উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমি আজ স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র আপনারা পাবেন। এবং উপজেলায় ৭৫ হাজার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। অনেকের পরিশ্রমের মাধ্যমে আপনারা এই স্মার্ট কার্ডটি পাচ্ছেন। আপনাদের জীবনের সব ধরনের কাজে এই স্মার্ট কার্ড টি লাগবে। আপনারা যে এই দেশের একজন নাগরিক তার পরিচয় হচ্ছে এই স্মার্ট কার্ড টি। পর্যক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডেই এই স্মার্ট কার্ড বিতরণ করবো। আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন সঠিক এবং সুন্দরভাবে এই স্মার্ট কার্ড টি বিতরণ করা যেতে পারে।

    বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। তিনি বলেন, হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে ০৯ সেপ্টেম্বর ২০২৪ সাল হইতে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সাল পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে। আজ দক্ষিণ আলগী ইউনিয়নের ১নং এবং ২নং ওয়ার্ডের ৩৬৯৬ জন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

    বক্তব্য রাখেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাস্টার।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, ইউপি সদস্য বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী/ইউপি সদস্য/হেডম্যান/কারবারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও পড়ুন

    এইচএসসিতে জেলায় শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ
    চাঁদপুর সরকারি হাসপাতালে একদিনেই সাপে কাটার ১০ রোগী ভর্তি, একজনের মৃত্যু 
    বিডি ক্লিন চাঁদপুরের সমন্বয়ক নির্বাচিত হলেন এহছানুল হক শরীফ
    সরকারি কর্ম কমিশনার সদস্য হলেন কচুয়ার কৃতি সন্তান ডা. আমিনুল ইসলাম
    শাহরাস্তিতে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মোবাইল কোর্টের নির্দেশ
    ফরিদগঞ্জে প্রকাশ্যে ইলিশ বিক্রি, তিন জনকে অর্থদণ্ড
    হাজীগঞ্জের বাকিলায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক, আহত দুই
    শাহরাস্তিতে পূজা মণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক